9.2 C
New York
Friday, March 29, 2024

Buy now

টেলরের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের হারের শঙ্কা

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২২১ রানে বড় লিড পেল স্বাগতিক নিউজিল্যান্ড। এদিন দলের হয়ে টেলর তার ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন।

টেস্টের প্রথম দুই দিন বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ার পর শনিবার টেস্টের তৃতীয় দিনে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল টাইগাররা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংসটি খেলেছিলেন তামিম ইকবাল। এছাড়া লিটন দাস ৩৩ ও সাদমান ইসলাম করেন ২৭ রান। জবাবে মাত্র ৮৪.৫ ওভার ব্যাট করেই ৬ উইকেটে ৪৩২ রানে ইনিংস ঘোষণা দিল কিউইরা।

আজ টেস্টের চতুর্থ নিনে ৩৮ রানে দুই উইকেট নিয়ে ব্যাটিং শুরু করেন উইলিয়ামসন ও টেলর। তৃতীয় দিনের শেষ সেশনের ব্যাটিং ধ্বস কাটিয়ে ওঠে তারা। দলীয় ১৮০ রানে এই জুটিতে প্রতিরোধ গড়েন তাইজুল। ফিরতি বলে এ সময় ক্যাচ নিয়ে উইলিয়ামসনকে ৭৪ রানে ফেরান তাইজুল।

এদিকে চতুর্থ উইকেটে হেনরি নিকোলসকে সঙ্গ দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস পেরিয়ে যায় টেলর। এ সময় তারা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দ্রুত রান তুলতে শুরু করে। মাত্র ১১৪ বল থেকে চতুর্থ উইকেটে ১০০ রান তোলে এই জুটি।

পরবর্তী ১০০ রান তুলতে এ জুটি খরচ করে ১১৩ বল। এ সময় টেলর ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন আর নিকোলস সেঞ্চুরির পথে। এর পরেই ১২২ বল থেকে নিজের সেঞ্চুরি পূরণ করেন নিকোলস।

নতুন বল হাতে পেয়ে ১২৯ বল থেকে ১০৭ রান করা নিকোলসকে বোল্ড করেন তাইজুল।

পঞ্চম উইকেটে কলিন ডি গ্রান্ডহোমকে নিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করেন টেলর। রাহীর বলে নিজের ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান তিনি। ২১১ বলের ইনিংসে ১৯টি চার এবং ৪টি ছক্কা ছিল। এরপরই দ্রুত রান তুলতে গিয়ে মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ২০০ রান নিয়ে প্যাভিলনে ফিরে যান টেলর।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles