9.2 C
New York
Friday, March 29, 2024

Buy now

২০১৮ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে পাকিস্তান: আফ্রিদি

shahid afridi,pakistan,cricket,bd sports,bdsportsnews,bd sports news
পাকিস্তানের বুম বুম খ্যাত অল রাউন্ডার শহীদ আফ্রিদি মনে করেন, পাকিস্তান বাংলাদেশকে এশিয়া কাপের আজকের ম্যাচে হারাবে। শুধু আজকে বাংলাদেশকে নয় ভারতকে ফাইনাল ম্যাচে হারিয়ে এবারের এশিয়া কাপের শিরোপাধারী হবে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে পাকিস্তানেই চলছে খুবই সমালোচনা। কারণ চিরশত্রু ভারতের বিপক্ষে এশিয়া কাপের দুটি ম্যাচে দাঁড়াতে তো পারেনিই বরং মরতে মরতে বেঁচে গেছে আফগানিস্তানের সাথে।

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি যে আশাবাদ ব্যাক্ত করেছেন তা হলো, ‘আমি মনে করি, পাকিস্তান দল কেবল আজ বাংলাদেশকেই হারাবে না, তারা এশিয়া কাপও জিতবে। দলের খেলোয়াড়দের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে।’

আফ্রিদি মনে করেন খেলার মাঠে হার জিৎ তো থাকবেই। দল যখন ভালো করেছে মানুষের সমর্থন তখন ঠিকই পেয়েছে, ‘এই দলটিই গত ১২ মাস দারুণ ক্রিকেট খেলেছে। এই দলের খেলোয়াড়েরাই ভালো খেলেছে। দারুণ সব জয় উপহার দিয়েছে দেশের মানুষকে। সরফরাজ দারুণ অধিনায়কত্ব করেছে। আমার মনে হয়, এই সময়ে পাকিস্তান দলকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে আমি মনে করি, খারাপ সময়ে দলের সঙ্গে থেকে দলকে সর্বাত্মক সমর্থন জোগানোটা খুবই জরুরি।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles