5.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

অবসরের ঘোষণা দিলেন গেইল

জুলাই মাসে ইংল্যান্ডে বসছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। সেই আসরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। রবিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অফিসিয়াল টুইটার পেজে এই তথ্য জানানো হয়।

গত বছর জুলাইয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপিয়েছিলেন ৷ এর পর জাতীয় দলের বাইরেই আছেন। ২০ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের প্রথম দু’টি ওয়ান ডে’র জন্য জাতীয় দলে নির্বাচিত হয়েছেন গেইল৷ কেনিংটন ওভালে ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতির ফাঁকেই অবসরের বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি ৷

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় গেইলের সিদ্ধান্তের কথা জানানো হয়৷ উইন্ডিজ ক্রিকেটের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয় এই ব্রেকিং নিউজ৷ লেখা হয়, ‘উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল আইসিসি ইংল্যান্ড ওয়েলসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন।

৩৯ বছর বয়সি বাঁ-হাতি জামাইকান এ পর্যন্ত ২৮৪টি ওয়ান ডে ম্যাচে ৩৭.১২ গড়ে ৯৭২৭ রান সংগ্রহ করেছেন৷ সেঞ্চুরি করেছেন ২৩টি৷ হাফসেঞ্চুরি ৪৯টি৷ ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ২১৫ রানের ইনিংস খেলেন গেইল ৷

গেইল হলেন ইতিহাসের একমাত্র ক্রিকেটার, যিনি টেস্টে তিনশত রান, ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করেছেন৷ ১০৩টি টেস্টে গেইল ১৫টি শতরানসহ ৭২১৪ এবং ৫৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দু’টি শতরানসহ ১৬০৭ রান করেছেন ৷

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles