5.9 C
New York
Friday, March 29, 2024

Buy now

ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে ধোনি

প্রায় আড়াই মাস পর ভারতীয় দলে ফিরে শনিবার সিডনিতে মাইলস্টোন ছুঁলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন ধোনি৷ শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় , রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর ৫ম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷ ধোনির এমন মাইফলকেও ম্যাচে জিততে পারল না ভারত। অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচে কোহলিরা ৩৪ রানে হারল।

শনিবার মাইলস্টোনে পৌঁছতে ধোনির দরকার ছিল মাত্র এক রান৷ ভারত দ্রুত ৩ উইকেট হারানোয় ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি৷ ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ ডেলিভারি সামনের পায়ে ঠেলে দিয়ে মাইলস্টোনে পৌঁছান ধোনি৷ এতেই ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। এদিন চতুর্থ উইকেটে রোহিতের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৫১ রানে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক৷

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির পর ধোনিই ১০ হাজারি যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন৷ ধোনি ও বিরাট ছাড়া বাকি দশ হাজারি ১১ জন ব্যাটসম্যান ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন৷ এঁরা হলেন শচীন টেন্ডুলকার, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং, সানৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল-হক, জাক ক্যালিস, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা এবং তিলকরত্নে দিলশান।

চলতি বছর ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের পর সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন ধোনি৷ কিন্তু তার আগেই ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মুকুটে যোগ হল আরও একটি পালক৷ ডিসেম্বর, ২০০৪-এ ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ঝাড়খণ্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যানের৷

এখনও পর্যন্ত ৩৩৩টি ওয়ান ডে, ৯০টি টেস্ট এবং ৯৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি৷ ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরি-সহ ১৬ হাজার রান এবং উইকেটের পিছনে গ্লাভস হাতে ৮০০ উইকেটের বেশি শিকার রয়েছে তাঁর ঝুলিতে৷ নেতৃত্ব দিয়ে দেশকে উপহার দিয়েছেন দু-দু’টি বিশ্বকাপ৷ ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালে কপিল দেবের পর ভারতকে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ দেন তিনি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles