9.2 C
New York
Friday, March 29, 2024

Buy now

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই ভারতের আধিপত্য

সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি সদ্য যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দল অনুযায়ী ও খেলোয়াড়দের তালিকা অনুযায়ী ভারতের দাপট অব্যাহত রয়েছে। টেস্ট হোক বা একদিনের ফর্ম্যাট অথবা টি-২০ ভারত এখন ক্রিকেটের সব জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে।

আইসিসি র‌্যাঙ্কিং অনুসারে টেস্টে ভারত ১১৬ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ১০৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড। ১০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। ১২৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

টি-২০ ক্রিকেটে ১৩৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান সবার উপরে রয়েছে। ভারত ১২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও ইংল্যান্ড ১১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ৯২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। আইসিসি-র ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে তিনিই সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটসম্যান। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন পূজারাই। তিনটি শতরান ও একটি অর্ধশতরান সহ সিরিজে পূজারা করেছেন ৫২১ রান।

বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন জাদেজা। বোলারদের মধ্যে ভার্নন ফিল্যান্ডার এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় ৭৯৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাদেজা।

একদিনের ক্রিকেটে ৮৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ৮৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। একদিনের বোলার ক্রমতালিকায় শীর্ষে জসপ্রীত বুমরাহ। তাঁর সংগ্রহ ৮৪১ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles